মানিকগঞ্জে তরমুজ খেয়ে আবারও তিনজন অসুস্থ
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় তরমুজ খেয়ে গতকাল মঙ্গলবারও একই পরিবারের তিনজন অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে ২২ এপ্রিল তরমুজ খেয়ে উপজেলার চামারখাই গ্রামের এক পরিবারের নয়জন অসুস্থ হন। অসুস্থ তিনজন হলেন উপজেলার কৈট্টা গ্রামের কাজী শহিদুর রহমানের স্ত্রী শামিরুন বেগম (৫০), ভাগনে কাজী আকাশ হোসেন (৮) ও নাতনি সামিয়া আক্তার (৩)। শামিরুনের বোন সাফিয়া আক্তার বলেন, গতকাল সকাল নয়টার দিকে এক প্রতিবেশী তাঁদের তরমুজ দিয়ে যান। পরে শামিরুন, আকাশ ও সামিয়া ওই তরমুজ...
Posted Under : Health News
Viewed#: 33
আরও দেখুন.

